মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮

ফটো ক্রেডিট

হেলো, আপনি কি ফটোগ্রাফার যুবাইর বলছেন?

জি বলছিলাম?

আমি ****** মটরস থেকে বলছিলাম। আমাদের কয়েকটি বাইক এর ছবি তুলতে হবে নিউজ এর জন্য, আমরা বাজারে এগুলো নতুন এনেছি। আপনি কি আগে বাইক এর শুট করেছেন?

জি করেছি, একটা বাইক এর বিলবোর্ড এর জন্য শুট করেছিলাম।

ওহ গুড, আচ্ছা আমরা মাত্র লঞ্চ করেছিত, এজন্য আপনাকে পেমেন্ট করতে পারবো না, তবে আপনার ক্রেডিট দেয়া হবে।

আচ্ছা, আমি আপনাকে একটি অফার দেই?

জি দেন।

আপনি আমাকে একটা বাইক দেন পেমেন্ট করতে পারবো না তবে বাইকের গায়ে আপনার কোম্পানির ক্রেডিট দিয়ে দিবনে।

লাইনটা কেটে গেল!!!

পুরুষের বাস্তব জীবন



মাসে সাতহাজার টাকা বেতনে চাকরী করে ছেলেটা!
বাবার জন্য ১০০০! মা'র জন্য ১০০০! বউয়ের জন্য ১০০০ টাকা! আর ফ্যামিলি চালানোর ২০০০ বিকাশ
করেও..., দিব্যি ২০০০ টাকায় মাস চালিয়ে নিতে
জানে। :)

মাসে ৭,০০০ টাকা মাইনের ছেলেটা বেতন পেয়েও,
বউয়ের কাছে ফোনে বলতে জানে " ওগো তোমার জন্য কি পাঠাবো? "
সামান্য বেতন পাওয়া যে ছেলেটা নিজের পুরনো
জুতো বদলাবে বলে ঠিক করেছে , সেই ছেলেটাই
মার্কেটে গিয়ে বউ আর বাবুর জন্য জুতো কিনে নিজের ছেঁড়াজুতো সেলাই করে মাসের পর মাস পড়তে জানে।
উপোস পেটে কাজে গিয়েও মাকে বলতে জানে-"আমি মাছ দিয়ে ভাত খেয়েছি, তোমরা খেয়েছো তো?,
১০৩ ডিগ্রী জ্বর নিয়ে কাজে গিয়েও বাবাকে বলে "আমি অনেক ভাল আছি, তোমরা ভাল আছো তো?
নিজের পকেট ফাঁকা জেনেও বউকে বলে ; একটু
ধৈর্য্য ধরো সামনের মাসে তোমার জন্য একজোড়া
বালা কিনে দিব। ছেলেটা এমনই।

সকালবেলা লোকাল বাসে ঝুলে অফিসে
যেতে জানে, লেট হলে বসের ঝাড়ি খেতে জানে,
৫ টার অফিস রাত ৮ টা পর্যন্ত করতে জানে,
অফিস থেকে ফিরতে লেট হলে বউয়ের কাছে
জবাব দিতে জানে, রিক্সা ভাড়া বাঁচিয়ে হেঁটে হেঁটে বাড়ি আসার পথে বাবুর জন্য খেলনা কিনতেও জানে। আরো কত কি জানে।

শুধু জানে না প্রকাশ্যে চোখের জল ফেলতে, আশেপাশের মানুষগুলো কষ্ট পাবে বলে। যে নিজের সুখের কথা চিন্তা না করে নিজের দুঃখকে লুকিয়ে রেখে প্রিয়জনদের সুখের কথা চিন্তা করে।

আর এটাই হলো একজন পুরুষের বাস্তব জীবন।

বুধবার, ৩০ মে, ২০১৮

বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

Flood

Tent
Flood